ঢাকাসোমবার , ১৫ মে ২০২৩
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, ৫ ঘন্টায় ধর্ষক গ্রেপ্তার

প্রতিবেদক
Kolom 24
মে ১৫, ২০২৩ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের হোসেনপুরে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী নারীকে (২৩) ধর্ষণের অভিযোগে মো: মোবারক হোসেন (১৯) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ মে) ভোরে হোসেনপুর উপজেলার চর হাজিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো: মোবারক হোসেন একই এলাকার মো: জহিরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (১২ মে) বিকেলে হোসেনপুর উপজেলার চর হাজিপুর এলাকার বাক ও বুদ্ধি প্রতিবন্ধী (২৩) নারীকে ফুসলিয়ে প্রতিবেশী শহিদ মিয়ার পরিত্যক্ত বসতঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন মোবারক হোসেন। অন্যদিকে ওই নারীকে বসতভিটায় না পেয়ে খুঁজতে থাকে তাঁর মা। পরে অনেক খোঁজাখুঁজি করে শহীদ মিয়ার পরিত্যক্ত বসতঘরে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তাঁর মেয়ে। তারপর ওই নারীকে তাঁর নিজস্ব ভাষায় জিজ্ঞেস করলে সে ইশারা ইংগিতে জানায় মোবারক হোসেন তাকে ধর্ষণ করেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাক ও বুদ্ধি প্রতিবন্ধী নারীর বাবা বাদী হয়ে রোববার (১৪ মে) দিবাগত রাতে হোসেনপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, মামলা রুজুর ৫ ঘণ্টার মধ্যে আমরা আসামি মোবারক হোসেনকে তাঁর বসতভিটা থেকে গ্রেপ্তার করেছি। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ আদালত তাকে জেলে প্রেরণ করেছে।

Comments

comments