ঢাকাশনিবার , ২০ মে ২০২৩
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আল-জামিয়াতুল ইমদাদিয়ায় ছাত্র অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
Kolom 24
মে ২০, ২০২৩ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের আল-জামিয়াতুল ইমদাদিয়ায় ছাত্র অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) সকালে জেলা শহরের ঐতিহাসিক শহীদি মসজিদের দ্বিতীয় তলায় এ অভিভাবক সম্মেলনের আয়োজন করা হয়।

অভিভাবক সম্মেলনে সম্মানিত অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব ও মেজর জেনারেল সৈয়দ শাফায়াতুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন আল-জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক মাওলানা শাব্বির আহমাদ রশিদ। এ সময় বক্তব্য দেন, পাগলা মসজিদের খতিব আশরাফ আলী, সিনিয়র মুদারসিস মাওলানা আনজার শাহ, মাওলানা শোয়েব, মাওলানা মাজহার প্রমুখ।

উল্লেখ, ১৯৪৫ সালে নেজামে ইসলাম পার্টির সাবেক সভাপতি আতহার আলী শাহ আল-জামিয়াতুল ইমদাদিয়া প্রতিষ্ঠা করেন। প্রথমে শহীদী মসজিদে একটি ছোট্ট মাদ্রাসা হিসেবে কার্যক্রম শুরু করে। পরে ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির নামানুসারে মাদ্রাসার নামকরণ করা হয়। বর্তমানে মাদ্রাসার ছাত্রসংখ্যা ১৭০০ জন।

Comments

comments