ঢাকাসোমবার , ২২ মে ২০২৩
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ শুরু

প্রতিবেদক
Kolom 24
মে ২২, ২০২৩ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে কিশোরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। সোমবার (২২ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসন এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম। অন্যান্যের মাঝে বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, জেলা রেজিস্ট্রার মুহাম্মদ আবু তালেব, গুরুদয়াল সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক জোবায়ের প্রমুখ। সভা সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) সুলতানা রাজিয়া।

সভার প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধ করতে এবং এই সংক্রান্ত সেবা সহজলভ্য করতে ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে নানা কার্যক্রম গ্রহণ করেছে সরকার। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসেই যেন সাধারণ মানুষ ভূমি সুরক্ষাসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারে, সেজন্য স্থাপিত হয়েছে ভূমি সেবা প্ল্যাটফর্ম।

Comments

comments