ঢাকাবৃহস্পতিবার , ১ জুন ২০২৩
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন চায় ইসলামী আন্দোলন

প্রতিবেদক
Kolom 24
জুন ১, ২০২৩ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ জুন) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়াত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এবিএম এমদাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতি শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন। কর্মশালাটি পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক রুকন উদ্দীন।

কর্মশালায় কিশোরগঞ্জ জেলার প্রত্যেক উপজেলা ও ইউনিয়ন প্রতিনিধিদের উপস্থিতিতে দায়িত্বশীদের দায়িত্ব সম্পর্কে অবগত করা হয়। সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে জবাবদীহি, উন্মুক্ত পর্যালোচনা করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে নির্বাচন কেন্দ্রীক সার্বিক বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

প্রধান অতিথি অধ্যাপক সৈয়দ বেলায়াত হোসেন তার বক্তব্যে বলেন, রাজনৈতিক এই সংকট মুহুর্তে পুরো দেশের মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ইনসাফ বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই। সুতরাং মানুষের দ্বারে ইসলামের সুমহান বার্তা পৌছে দিতে আমাদের কাজ করতে হবে।

তিনি আরো বলেন, আগামী সংসদ নির্বাচন জাতীয় সরকারের অধীনে সুষ্ঠুভাবে করতে হবে, অন্যথায় দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে।

Comments

comments