ঢাকাশুক্রবার , ১৬ জুন ২০২৩
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ভোট চোর আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশগ্রহণ নয়- কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের ঘোষণা

প্রতিবেদক
Kolom 24
জুন ১৬, ২০২৩ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি ফয়জুল করীমের ওপর আওয়ামীলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। শুক্রবার (১৬ জুন) জুমার নামাজের পর জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার। এতে বক্তব্য দেন, জেলা শাখার সহ-সভাপতি আনিসুজ্জামান খান, সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন সাধারন সম্পাদক এমদাদুল ইসলাম প্রমুখ৷

বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, বর্তমান নির্বাচন কমিশন আগে শেখ হাসিনার ভোট চুরির কার্যক্রম পরিচালনা করতো, এখন সেই সাথে প্রার্থীদের হত্যার পরিকল্পনা করে থাকেন৷ মুফতি ফয়জুল করীম শায়েখে চরমোনাই হামলার এবং রক্তাক্ত হবার পরও নির্বাচন কমিশন জিজ্ঞাসা করে তিনি ইন্তেকাল করেছেন কিনা! বাংলাদেশের ইতিহাসে নির্লজ্জ নির্বাচন কমিশন আর কখনো আসেনি৷

সমাবেশে বক্তারা আরও বলেন, আমাদের দলের সর্বোচ্চ নেতার উপর হামলা হয়েছে যার জন্য ছাত্রলীগ, আওয়ামীলীগ গুন্ডা বাহিনীর চরম মাশুল দিতে হবে তাদের৷

সমাবেশে জেলা শাখার নেতাকর্মীরা ঘোষনা দেন, আমরা জাতীয় সরকারের অধীনে ছাড়া ভোট চোর আওয়ামী লীগের অধীনে আর কোন নির্বাচনে অংশগ্রহণ করবো না। মুফতি ফয়জুল করীমের ওপর হামলাকারী সন্ত্রাসীদের বিচার কার্যক্রম না করলে সামনে আরও কঠিন কর্মসূচি নিয়ে মাঠে নামবে ইসলামী আন্দোলন বাংলাদেশ৷

এর আগে জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ রুকন উদ্দিনের পরিচালনায় ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার৷ বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

Comments

comments