কিশোরগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলামকে জাতীয় শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। বুধবার (২১ জুন) জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা- ২০২১ অনুযায়ী তাকে ২০২২-২৩ সালের জন্য এই পুরস্কারে মনোনীত করা হয়।
পুরস্কার পাওয়ায় যারা সহযোগী হিসেবে কাজ করেছেন তাদের সবাইকে এবং কিশোরগঞ্জ এলজিইডি পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন আমিরুল ইসলাম। এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলজিইডির জেলার প্রকৌশলীরা। সে সঙ্গে শুদ্ধাচার পুরস্কার প্রদান কমিটিতে যারা ছিলেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।
Comments
comments