কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে হেলাল উদ্দিন মানিক ও সাধারণ সম্পাদক পদে আলমগীর মুরাদ রেজা নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে হেলাল উদ্দিন মানিক ২৩৬টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজাহান লস্কর ভোট পেয়েছেন ১০৭টি। সাধারণ সম্পাদক পদে আলমগীর মুরাদ রেজা ১৮৪টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মানিক ভোট পেয়েছেন ১৫৯টি।
সোমবার শহরের একটি কমিউনিটি সেন্টারে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে মঙ্গলবার (১ আগস্ট) ভোরে ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিলকিছ বেগম।
নির্বাচনে ৩১ পদের বিপরীতে দুটি প্যানেলে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে হেলাল উদ্দিন মানিক-আলমগীর মুরাদ রেজা প্যানেলে ২৯ জন এবং শাহজাহান লস্কর- শফিকুল ইসলাম মানিক প্যানেলে ২৮ জন প্রার্থী ছিলেন।
অন্য পদগুলোতে বিজয়ী প্রার্থীরা হলেন সহ সভাপতি পদে আনিসুজ্জামান বাবুল ও এ কে এম শামসুজ্জামান রানা, যুগ্ম সম্পাদক পদে ইফতেখার হোসেন মানিক ও মো. আ. হান্নান, সাংগঠনিক সম্পাদক পদে মো. সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ পদে মো. হাবিবুর রহমান। কার্যকরী সদস্য পদে বিজয়ীরা হলেন সুলতান আহমেদ, মো. শিহাব উদ্দিন আহাদী মানিক, আহমেদ কবীর সোহাগ, মো. শফিকুল আলম খান, মো. শামসুজ্জামান ভূঞা রিটু, মো. জাকিরুল ইসলাম, মো. সাইদুর রহমান রতন, মো. তৌফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম ভূঞা, মো. সুরুজ্জামান, আব্দুল হামিদ, মো. জামাল উদ্দিন, মো. নূরে আলম ভূঞা, মো. মাসুদুল ইসলাম এ্যাপোলো, একেএম বদরুল হায়দার সবুজ, মো. আশিকুল ইসলাম শ্যামল, খন্দকার এবি সিদ্দিক ইনচু, মো. জাহাঙ্গীর আলম, মো. হেলাল উদ্দিন, মো. রফিকুল ইসলাম, অসিত বরণ পাল, প্রদীপ কুমার সাহা ও মোস্তফা কামাল।
Comments
comments