ঢাকাসোমবার , ২১ আগস্ট ২০২৩
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ফোন কলের সূত্র ধরে ঘাতক আটক, অটোরিকশা ও মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Kolom 24
আগস্ট ২১, ২০২৩ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে পুরো সংসারের জীবন জীবিকা নির্বাহ করতেন রকিবুল হাসান (১৮) ওরফে বাবু। সেই অটোরিকশাটিই কাল হলো তার। অটোরিকশাটি ছিনিয়ে নিতে গলাকেটে হত্যা করা হয় তাকে। নিখোঁজের ৩দিন পর সোমবার (২১ আগস্ট) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের বানিয়াকান্দি নরসুন্দা নদীর পশ্চিম পাড় থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রকিবুল হাসান ওরফে বাবু উপজেলার যশোদল ইউনিয়নের কোনামাটি গ্রামের মো. শাহীনের ছেলে।

এর আগে গত শুক্রবার (১৮ আগস্ট) রাতে রকিবুল হাসান নিখোঁজ হয়। ওইদিন রাতেই তার মায়ের মোবাইল ফোনে একটি অচেনা নাম্বার থেকে ফোন দিয়ে বাবু জানায় ‘আমার ফোনের টাকা শেষ হয়ে গেছে। আমি সিদ্ধেশ্বরী বাড়ির সামনে চলে এসেছি। অটোরিকশার চার্জ শেষ হয়ে গেছে।’ তখন বাবুর বাবা মোঃ শাহীন বলেন, ‘বাবা তুমি ওইখানে থাক। আমি আসতেছি। এসে অটোরিকশা ঠেলে বাড়িতে নিয়ে আসবো।’ সেই ফোন কলের সূত্র ধরে নিখোঁজের ২ দিন পর রোববার (২০ আগস্ট) সন্দেহভাজন হিসেবে রবিউল আওয়াল (২২) নামে এক যুবককে আটক করে পুলিশ। রবিউল আওয়াল উপজেলার যশোদল ইউনিয়নের একই গ্রামের বকুলের ছেলে।

পুলিশের জেরায় মুখ খুলতে শুরু করে রবিউল আওয়াল। তাঁর দেয়া স্বীকারোক্তি অনুযায়ী রোববার (২০ আগস্ট) জেলা শহরের শোলাকিয়া গাছবাজার এলাকা থেকে অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ। অন্যদিকে রবিউলের দেয়া তথ্য অনুযায়ী রোববার (২০ আগস্ট) যশোদল ইউনিয়নের বানিয়াকান্দি নরসুন্দা নদীতে নিহত বাবুর মরদেহ উদ্ধারের অভিযান চালায় পুলিশ। এতে সহযোগিতা করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কিন্তু ওইদিন মরদেহটি খুঁজে পাওয়া যায়নি। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। পরদিন সোমবার (২১ আগস্ট) সকালে স্থানীয় এক মহিলা গরুর জন্য ঘাস কাটতে নরসুন্দা নদীর পাড়ে গেলে লাশটি দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

নিহত বাবুর মামা নজরুল ইসলাম ও নুরুল ইসলাম বলেন, গত শুক্রবার (১৮ আগস্ট) সকাল ৮টার দিকে অটোরিকশা নিয়ে বের হয় বাবু। ওইদিন রাতেই আনুমানিক রাত ১০টার দিকে একটা অপরিচিত নাম্বারে নিহত বাবু কল দিয়ে তাঁর মাকে বলেন, ‘অটোরিকশার চার্জ শেষ হয়ে গেছে, আমি আসতেছি, সিদ্ধেশ্বরী বাড়ির কাছে চলে এসেছি।’ এ কথা বলার পর তার সাথে কোনো যোগাযোগ হয়নি এবং খুঁজেও পাওয়া যায়নি। ওই অপরিচিত নাম্বারে রাত সাড়ে ১১টার দিকে ফোন দিলে ওই প্রান্ত থেকে বলে, ভাই আমি বাবু নামে কাউকে চিনিনা। রাস্তায় আমাকে পেয়ে ফোন চেয়েছিল মা এর সাথে কথা বলার জন্য। তার ফোনের টাকা নাকি শেষ। তাই ফোন দিয়েছি কথা বলার জন্য। আমি চৌদ্দশত চলে এসেছি।

নিহত বাবুর বাবা মোঃ শাহীন বলেন, সকালে লাশ উদ্ধারের পর আমরা গিয়ে বাবুর মরদেহ শনাক্ত করি। বাবুর বাম পা গোড়ালি থেকে বিছিন্ন। গলায় কাটার দাগ রয়েছে। যারা আমার একমাত্র ছেলেকে হত্যা করেছে তারা যশোদল এলাকারই। যে একজনকে পুলিশ ধরেছে সে একই এলাকার। একই এলাকার কাদিরের ছেলে রাজনসহ আরও কয়েকজন এই হত্যার সাথে জড়িত। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, বাবুর ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Comments

comments