কিশোরগঞ্জের জনপ্রিয় গণমাধ্যম কালের নতুন সংবাদ হাঁটি হাঁটি পা পা করে ১ সেপ্টেম্বর ৮ম প্রতিষ্ঠা বর্ষে পদার্পণ করেছে। নানা চড়াই-উতরাই পেরিয়ে গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে ‘কালের নতুন সংবাদ’।
শনিবার (২ সেপ্টেম্বর) সকালে দৈনিক শতাব্দীর কন্ঠের কার্যালয়ে ‘কালের নতুন সংবাদ’ এর ৭ম বর্ষ পেরিয়ে ৮ম বর্ষ পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘কালের নতুন সংবাদ’ এর সম্পাদক খায়রুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক শতাব্দীর কন্ঠের সম্পাদক আহমেদ উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ আবু খালেদ পাঠান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সালতু, সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাক’র জেলা প্রতিনিধি সুবীর বসাক।
Comments
comments