ঢাকাসোমবার , ১১ সেপ্টেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
Kolom 24
সেপ্টেম্বর ১১, ২০২৩ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ফুলতলী গ্রামের জলফু মিয়ার ছেলে মোঃ বিল্লাল (১৯) ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চন্ডিবের উত্তরপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাগর (২৮)। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তাদের কিশোরগঞ্জের আদালতে সোপর্দ করা হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাটালের মোড়ে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। আজ সকালে ঢাকাগামী রেজিস্ট্রেশন নম্বরপ্লেট বিহীন পিকআপ ট্রাক চেকপোস্টের কাছাকাছি আসলে সংকেত দিয়ে থামানো হয়। পরে আমাদের জিজ্ঞাসাবাদে পিকআপে গাঁজা রয়েছে বলে স্বীকার করে ও তাদের নাম-পরিচয় প্রকাশ করে।

মোহাম্মদ আবুল বাশার জানান, পরে পিকআপ ট্রাকের বডিতে একটি ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় ৪৮ গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। এ সময় ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা একজন অজ্ঞাত মাদক কারবারির নামোল্লেখ করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ভৈরব মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments

comments