ঢাকাশনিবার , ২১ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নিকলীর ব্যবসায়ী হত্যা মামলার পলাতক প্রধান আসামি র‍্যাবের হাতে আটক

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ২১, ২০২৩ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের নিকলী উপজেলার ব্যবসায়ী নজরুল ইসলাম হত্যা মামলার পলাতক প্রধান আসামিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। শুক্রবার (২০ অক্টোবর) রাতে জেলার কটিয়াদী উপজেলার কামারকোণা এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

আটক সাদ্দাম হোসেন (৩৫) নিকলী উপজেলার কুমারছড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে। শুক্রবার (২০ অক্টোবর) রাত এগারোটার দিকে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, গত ২৫ সেপ্টেম্বর রাত সোয়া ১টার দিকে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার পূর্বগ্রাম বেড়িবাঁধে নজরুলের হাঁসের খামারের আশেপাশে আসামি সাদ্দাম হোসেন ও মোকারমসহ অজ্ঞাতনামা ২ জন সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করতে থাকে। এ সময় তাদেরকে এখানে কেনো ঘুরাফেরা করছেন জিজ্ঞেস করলে তাঁরা ক্ষিপ্ত হয়ে নজরুল ইসলামকে এলোপাতারি কিলঘুষি মেরে বুকে, পিঠে, গলায় নীলা ফুলা রক্তাক্ত জখম করে। পরে সাদ্দাম হোসেন ব্যবসায়ী নজরুল ইসলামের জামার পকেটে থাকা হাঁসের ব্যবসার ৯০ হাজার টাকা ছিনিয়ে নেন।

এ সময় নজরুল ইসলামের ডাকচিৎকারে আশপাশের দোকানদার ও অন্যান্য লোকজন দৌড়ে ঘটনাস্থলে এলে সাদ্দাম হোসেন ও মোকারমসহ অজ্ঞাত ২ জন দৌড়ে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন নজরুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এদিকে নজরুলের অবস্থা আরও আশংকাজনক হওয়ায় তাকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং সর্বশেষ ঢাকা মেডিকেল রেফার্ড করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর নজরুল ইসলাম মারা যান। এই ঘটনায় নজরুলের স্ত্রী খোদেজা ওই দিন রাতেই বাদী হয়ে নিকলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, মামলার পর থেকেই আসামিরা গ্রেপ্তার এড়াতে পালিয়ে ছিলেন। গ্রেপ্তার প্রধান আসামিকে নিকলী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান বলেন, শনিবার (২১ অক্টোবর) দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Comments

comments