ঢাকারবিবার , ৫ নভেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির অবরোধে কিশোরগঞ্জ পৌরসভার বর্জ্য অপসারণের গাড়ি ভাঙচুর

প্রতিবেদক
Kolom 24
নভেম্বর ৫, ২০২৩ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি জামায়াতের ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন কিশোরগঞ্জ পৌরসভার বর্জ্য অপসারণের গাড়ি ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা। রোববার (০৫ নভেম্বর) দুপুরে জেলা শহরের নগুয়া বটতলার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার (০৫ নভেম্বর) দুপুরে রাস্তায় কয়েকটি গাছের ঠুম ফেলে রেখে বিএনপি নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছিলেন। এতে অটো রিকশা ও মিশুকের চালকরা ভয়ে তাদের গাড়ি থামিয়ে দেয়। এই কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এ সময় কিশোরগঞ্জ পৌরসভার একটি গাড়ি বর্জ্য ফেলে পৌরসভার দিকে যাচ্ছিলো। হঠাৎ কয়েকজন নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে গাড়ির ওপর হামলা চালায়। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনা ঘটিয়ে নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কিশোরগঞ্জ পৌরসভার বর্জ্য অপসারণের গাড়ির চালক রুনু মিয়া বলেন, জেলখানা মোড়ের সামনে স্বপ্নপুরিতে বর্জ্য ফেলতে যাই। আসার সময় নগুয়া বটতলার কদমতলা এলাকার রাস্তায় গাছের ৪ থেকে ৫টি ঠুম পড়ে থাকতে দেখি। এ সময় রাস্তায় যানজটের সৃষ্টি হয়। হঠাৎ কয়েকজন লোক ডেপুটি পোস্টমাস্টারের কার্যালয়ের সাথের গলি থেকে লাঠিসোঁটা নিয়ে বের হয়ে আমাদের গাড়িতে আক্রমণ চালায়। তাদের আক্রমণে আমাদের গাড়ির সামনে গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় তাদের আঘাতে আমিও আহত হই।

কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া বলেন, জনস্বার্থে বর্জ্য অপসারণের জন্য গাড়িটি ব্যবহৃত হতো। এ গাড়িটি ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

comments