ঢাকাসোমবার , ৬ নভেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীর সাথে পরকীয়া সন্দেহে আপন ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাইয়ের মৃতদণ্ড

প্রতিবেদক
Kolom 24
নভেম্বর ৬, ২০২৩ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

স্ত্রীর সাথে পরকীয়া সন্দেহে আপন ছোট ভাইকে কুপিয়ে হত্যার দায়ে বড় ভাই নজরুল ইসলাম বিপ্লবকে (৫০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (০৬ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক শাম্মী হাসিনা পারভীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নিহত মাসুদ উদ জামান জেলার কটিয়াদী উপজেলার চান্দপুর কোণাপাড়া গ্রামের মোঃ নুরুজ্জামানের ছেলে। অন্যদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলাম বিপ্লব নিহতের আপন বড় ভাই এবং একই গ্রামের মোঃ নুরুজ্জামানের ছেলে। রাষ্ট্রপক্ষের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মোঃ হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় এজহার সূত্রে জানা গেছে, মাসুদ উদ জামান ও নজরুল ইসলাম বিপ্লব সহোদর ভাই। নজরুল ইসলাম বিপ্লবের স্ত্রী জেসমিনের সাথে মাসুদ উদ জামানের অনৈতিক সম্পর্ক আছে বলে সন্দেহ করতো। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। ২০১৮ সালের ২০ এপ্রিল জুমআর নামাজের পর মাসুদ উদ জামান খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকে। কিছুক্ষণ পর মাসুদের স্ত্রী নিপা বেগম ও মেয়ে জান্নাতুল ফেরদৌস তাকওয়াকে নিয়ে স্বামীর সাথে একই বিছানায় শুয়ে থাকে। ওইদিন বিকেল সাড়ে ৩টার দিকে নজরুল ইসলাম বিপ্লব দা নিয়ে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় ছোট ভাই মাসুদ উজ জামানকে কোপান বড় ভাই মোঃ নজরুল ইসলাম বিপ্লব। পরে গুরুতর আহত অবস্থায় মাসুদকে উদ্ধার করে দ্রুত ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী নিপা বেগম বাদী হয়ে ২০১৮ সালের ২২ এপ্রিল ক‌টিয়াদী ম‌ডেল থানায় একটি হত‌্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ২২ আগস্ট আসামীর বিরুদ্ধে আদালতে অ‌ভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন মামলার তদন্তকারী কর্মকর্তা কটিয়াদী থানার তৎকালীন পরিদর্শক মোঃ নুর ইসলাম। আদালত মামলার ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার (০৬ নভেম্বর) এই রায় ঘোষনা ক‌রেন।

রাষ্ট্রপক্ষে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মোঃ হুমায়ুন কবির ও বিবাদী পক্ষে লুৎফর রশিদ রানা মামলা‌টি প‌রিচালনা ক‌রেন।

Comments

comments