কিশোরগঞ্জে উপজেলা মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্বোধন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। সোমবার (১৩ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদের চতুর্থ তলায় মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্বোধন করেন তিনি।
মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ টি এম ফরহাদ চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার প্রমুখ।
উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধাদের নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়ার আয়োজন করা হয়। পরে সদর উপজেলা মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।
Comments
comments