ঢাকাবৃহস্পতিবার , ২৫ জানুয়ারি ২০২৪
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে পাইপগান ও দুই রাউন্ড কার্তুজসহ কুখ্যাত ডাকাত লিটন গ্রেপ্তার

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ২৫, ২০২৪ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

মো: আজগর আলী লিটন (৫০) ওরফে ডাকাত লিটনকে গ্রেপ্তার করেছে কুলিয়ারচর থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাঁর দেয়া তথ্য মতে ১টি পাইপগান ও দুই রাউন্ড লাল রঙের ১২ বোর পাইপগানের কার্তুজ উদ্ধার করে জব্দ করা হয়। মো: আজগর আলী লিটন কুলিয়ারচর উপজেলার মধুয়ারচর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। ডাকাত লিটনের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ছিনতাই মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ‘আজকের পত্রিকা’কে বিষয়টি জানান কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান।

ওসি সারোয়ার জাহান জানান, ডাকাত লিটন কুলিয়ারচর থানার নাশকতা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার হাজারিনগর খালপাড় এলাকা থেকে ডাকাত লিটনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নাশকতায় ব্যবহার করা অস্ত্র সম্পর্কে জানতে চাইলে সে জানায় ব্যবহৃত অস্ত্রটি মধুয়ারচর গ্রামে তাঁর মালিকানাধীন ফিশারিতে রয়েছে। ডাকাত লিটনের ফিশারিতে অভিযান পরিচালনা করে একচালা টিনের ঘরে সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে ১টি পাইপগান ও ২ রাউন্ড লাল রঙের ১২ বোর পাইপগানের কার্তুজ (লিডবল) উদ্ধার করে জব্দ করা হয়।

ওসি সারোয়ার জাহান আরও জানান, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Comments

comments