ঢাকাবৃহস্পতিবার , ৭ মার্চ ২০২৪
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সংগীত পরিচালক ওস্তাদ সুমন আহম্মেদ রঞ্জনের মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিবেদক
Kolom 24
মার্চ ৭, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীত পরিচালক সুমন আহম্মেদ রঞ্জনের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বাদ জোহর দোয়া, মিলাদ মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

কিশোরগঞ্জ পৌরসভার গাইটাল শ্রীধরখিলা এলাকার বাসিন্দা সুমন আহম্মেদ রঞ্জন। তিনি আজকের পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপনের বাবা।

ওস্তাদ সুমন আহম্মেদ রঞ্জন ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন। ২০১৫ সালের ৭ মার্চ মৃত্যুবরণ করেন তিনি। জেলার অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘লোকজ সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা ছিলেন ওস্তাদ সুমন। এ ছাড়া তিনি জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক ছিলেন। ওস্তাদ অমর চন্দ্র শীল, ওস্তাদ অখিল ঠাকুর, ওস্তাদ পরেশ ভট্টাচার্য, ওস্তাদ মিথুন দে, ওস্তাদ জমিদার বিরাজ মোহন রায় প্রমুখের কাছে সংগীতের তালিম নেন সুমন আহম্মেদ রঞ্জন।

১৯৮৫ সালে তিনি বাংলাদেশ বেতারে সংগীত পরিবেশন শুরু করেন। ২০০৮ সালে তিনি বাংলাদেশ টেলিভিশনে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে তালিকাভুক্ত হন। তাঁর লেখা ও সুর করা অসংখ্য গান বেতার ও বাংলাদেশ টেলিভিশনে প্রচার হয়েছে।

Comments

comments