তীব্র তাপদাহে রাস্তাঘাটে চলাচলকারী মানুষকে শরবত পান করিয়েছেন সচেতন তারুণ্য কিশোরগঞ্জ সংগঠনের সদস্যরা। বুধবার (২৪ এপ্রিল) ও বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে জেলা শহরের বিভিন্ন সড়কে সংগঠনটির সদস্যরা জগ ভর্তি শরবত নিয়ে দাঁড়িয়ে যান। এ সময় পথচারী, রিকশা-ভ্যান চালকদের ঠান্ডা শরবত পান করান।
কর্মসূচির আয়োজক সংগঠনের আহ্ববায়ক আশরাফ আলী সোহান জানিয়েছেন, অতিরিক্ত গরমের মাঝে রিক্সাচালক, পথচারী, শ্রমজীবি মানুষ অতিষ্ট হয়ে যাচ্ছে, তাদের সামান্য ঠান্ডা এবং প্রশান্তি দিতে সংগঠনটি এই আয়োজন করে। আয়োজনের সার্বিক সহযোগীতায় ছিল নূর আইটি। তাপদাহ যতদিন পর্যন্ত চলবে, ততদিন এ কর্মসূচি অব্যাহত থাকবে।
তিনি বলেন, সংগঠনের সদস্য রাতুল, রায়হান, রিয়েল, লিয়ন, ত্বসিন, শহিদুল রোদের মাঝে পথচারী, রিকশা-ভ্যান চালকদের ঠান্ডা শরবত পান করানোয় সহযোগিতা করেন।
Comments
comments