আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দরিদ্র ও অসহায় জনসাধারণ, বিশেষ করে শ্রমিকদের মধ্যে আইনি প্রতিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি, বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান ও আইন সহায়তার জন্য লাউডাস ফাউন্ডেশনের সহযোগিতায়, ব্লাস্ট- এর ওয়্যারস-৩ প্রকল্পের আয়োজনে আজ ১ মে ২০২৪, বুধবার দিনব্যাপী গাজীপুর কোনাবাড়ী বাইমাইল কাদের মার্কেট মাদ্রাসা মাঠে লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় ক্যাম্পে উপস্থিত থেকে শ্রমিকদের প্রাত্যহিক জীবনে প্রযোজনীয় আইন সমূহের উপর বিষয় ভিত্তিক আলোচনা ও উপস্থিত শ্রমিকসহ এলাকায় বসবাসরত জন-সাধারণের যে কোন প্রকার আইনি জিজ্ঞাসা করে তাৎক্ষণিক প্রশ্নের পরামর্শ প্রদান করেন – ব্লাস্ট এর পরিচালক – আইন, মো: বরকত আলী, ব্লাস্ট এর প্যানেল আইনজীবী ও ঢাকা লেবার কোর্টের অ্যাড. সানজিদা আক্তার ও ঢাকা জজ কোর্টের অ্যাড. হরি চন্দ্র বৈরাগী শাওন।
ব্লাস্ট-এর প্রোগ্রাম স্পেশালিষ্ট মো: তৈয়্যেবুর রহমান এর সঞ্চালনায় লিগ্যাল এইড ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -গাজীপুর সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিল আব্বাস উদ্দিন খোকন, সচিব মো: আ. মোমেন; শিক্ষক মো: আজগর আলী, সমাজসেবক আখি ইসলাম, কোনাবাড়ী থানার পুলিশ প্রতিনিধি, সাংবাদিক ও ট্রেড ইনিয়নের প্রতিনিধিবৃন্দ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ব্লাস্ট-এর সিনিয়র আউটরিচ অফিসার মো: আমানুল্লাহ, সমন্বয় -কমিউনিকেশন মো: মুশফিকুর রহমান মারুফ, জুনিয়র ল’ অফিসার হাবিবা আক্তারসহ স্থানীয় ব্লাস্টের প্যারালিগ্যালবৃন্দ।
ক্যাম্পে উক্ত এলাকার গার্মেন্টস শিল্পের শ্রমিকসহ সকল শ্রেণী-পেশার অন্তত পাঁচ শতাদিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
Comments
comments