ঢাকামঙ্গলবার , ৪ জুন ২০২৪
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে মশক নিধন অভিযানের উদ্বোধন

প্রতিবেদক
Kolom 24
জুন ৪, ২০২৪ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ পৌর এলাকার ৯টি ওয়ার্ডের মশা নিয়ন্ত্রণে মশক নিধন অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) দুপুরে এ অভিযানের উদ্বোধন করেন পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া।

পৌরসভা সূত্র জানায়, অভিযান চলাকালে সর্বত্র মশার কীটনাশক প্রয়োগ করা হবে। এছাড়া মশার প্রজননস্থল ধ্বংস করতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। বিভিন্ন ড্রেন ও জলাশয়ে মশার ওষুধ প্রয়োগ করা হবে।

পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া বলেন, ৮টি ফগার মেশিন ও ১৫টি স্প্রে মেশিন দিয়ে মশক নিধন অভিযান পরিচালনা করা হবে। ৫ লাখ টাকার মশা নিধনের এডাল্টিসাইড ও লারভিসাইড ওষুধ মজুত আছে। ধারাবাহিকভাবে প্রত্যেকটি ওয়ার্ডে ওষুধ ছিটানো অব্যাহত রাখব। যে পর্যন্ত নিয়ন্ত্রণে না আসবে সে পর্যন্ত ওষুধ ছিটানো হবে।

মশা নিধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা হাসান জাকির বাপ্পী, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা সঞ্জয় কুমার মোদক, উপ-সহকারী প্রকৌশলী আজিজুল হক জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

comments