কিশোরগঞ্জে দিন দুপুরে শহীদ মুক্তিযোদ্ধার ভাতা ও ঈদ বোনাসের ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (০৩ মে) বেলা সাড়ে এগারোটার দিকে জেলা শহরের পুরান থানা রেলক্রসিংয়ে সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শহীদ মুক্তিযোদ্ধা শেখ ওমর ফারুকের মেয়ে ভুক্তভোগী নিলুফা আক্তার রীনা (৫২) সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩ মে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কোর্ট শোলাকিয়া এলাকার শহীদ মুক্তিযোদ্ধা শেখ ওমর ফারুকের মেয়ে মোছাঃ নিলুফা আক্তার রীনা বেলা সাড়ে ১১টার দিকে শহরের ষ্টেশন রোড আওয়ামী অফিসের সামনে অগ্রণী ব্যাংক থেকে তার বাবার মুক্তিযোদ্ধা ভাতা ও ঈদ বোনাসসহ ৫০ হাজার টাকা উত্তোলন করে। পরে ওই ভুক্তভোগী নারী উত্তোলনকৃত ৫০ হাজার টাকা ভেনিটি ব্যাগে রাখেন এবং ব্যাংক থেকে নেমে রিক্সায় করে শহরের পুরান থানা রেলক্রসিংয়ের দিকে রওনা হন। রেলক্রসিংয়ের একটু সামনে পৌঁছালে ২-৩ জন লোক রিক্সার পিছন দিয়ে এসে ওই ভুক্তভোগী নারীর ভেনিটি ব্যাগ টান দিয়া ছিনিয়ে নেয়।
শহীদ মুক্তিযোদ্ধার মেয়ে নিলুফা আক্তার রীনা বলেন, আমার বাবা শহীদ মুক্তিযোদ্ধা। আমার বাবার মুক্তিযোদ্ধা ভাতা ও ঈদ বোনাসের ৫০ হাজার টাকার চেক ভাঙাতে অগ্রণী ব্যাংকে যাই। ব্যাংক থেকে নেমে বাসার উদ্দেশ্যে অটোরিকশা নেই। রেলক্রসিংয়ের একটু সামনে পদ্মা জেনারেল হাসপাতালের দিকে দুই-তিনটা লোক অটোরিকশার পিছন দিক থেকে এসে আমার ভেনিটি ব্যাগ জোরে টান দিয়ে নিয়ে যায়। আমি শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাই।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, অভিযোগ পেয়েছি। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।
Comments
comments