কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা থেকে অপহৃত সাইফা আক্তার সারা নামে এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে সেনাবাহিনী, পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে জেলা শহরের বড়বাজার আফতাব আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কটিয়াদী উপজেলার চরঝাকালিয়া এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি মামা পরিচয় দিয়ে সারাকে নিয়ে গেছে বলে তার সহপাঠীরা জানায়। বিকালে শিশুটির বাবার মোবাইল ফোনে ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অজ্ঞাত দুর্বৃত্তরা।
সাইফা আক্তার সারা (৭) কটিয়াদী উপজেলার জালালপুর গ্রামের মো. শফিকুল ইসলামের মেয়ে ও কটিয়াদী হলি ক্রিসেন্ট পাবলিক স্কুলের নার্সারি ক্লাশের শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে স্কুল ছুটির পর বাড়িতে ফেরার পথে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। তারপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি ও মাইকিং করে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পরে অপহৃত শিশুর বাবার মোবাইল নম্বরে একটা অপরিচিত নম্বর থেকে কল দিয়ে ৫ হাজার টাকা দাবি করে। এ ঘটনায় বিকালে শিশুটির বাবা কটিয়াদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে।
পুলিশ সূত্রে জানা যায়, সাইফা আক্তার সারাকে অপহরণ করার সময় রাস্তায় থাকা সিসি ফুটেজ দেখে অপহরণকারীকে সনাক্ত করা হয়েছে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হয়। তবে অপহরণকারীকে আটক করা সম্ভব হয়নি। অভিযানের বিষয়ে টের পেয়ে অপহরণকারী আগেই সরে যায়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের সমন্বয়ক অভি চৌধুরী ও ইকরাম জানান, অন্যায় অবিচারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার আছে এবং থাকবে।
তাঁরা আরও জানান, যখন প্রশাসন থেকে জানানো হলো অপরাধীরা এখানে আছে তখন আমরা ছাত্র ভাইদের নিয়ে এসে বড়বাজারে অবস্থান নেই। কিন্তু অপরাধীদের কে বা কাহারা কৌশলে পালাতে সাহায্য করেছে। যারা অপরাধীকে পালাতে সাহায্য করেছে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
সাইফার বাবা শফিকুল ইসলাম জানান, অপহরণকারী মোবারক হোসেন (২২) তাদের পূর্ব পরিচিত। সে একই ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামের আব্দুর রাশিদের ছেলে। মোবারকের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।
তিনি আরও জানান, সেনাবাহিনী, পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সমন্বয়ে, সহযোগিতায় ও তাদের অক্লান্ত পরিশ্রমে আফতাব আবাসিক হোটেল থেকে পেয়েছি। সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাদের জন্য ১৪ ঘন্টার মধ্যে আমার মেয়েকে ফিরে পেয়েছি।
কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম সারোয়ার বলেন, অপহরণকারী মোবারক হোসেনকে অতি দ্রুত গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments
comments