বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার উদ্যোগে বন্যার্তদের মাঝে গণত্রাণ বিতরণ করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) থেকে মঙ্গলবার (২৭ আগস্ট) পর্যন্ত ফেনী ও নোয়াখালী জেলায় তাঁরা ত্রাণ বিতরণ করেন।
জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা ফেনী এবং নোয়াখালী জেলার বেশ কয়েকটা উপজেলাতে উদ্ধার, সহযোগীতা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক অভি চৌধুরী ও ইকরামের সার্বিক ব্যবস্থাপনায় কয়েকটি টিম ভাগ করা হয়। কিশোরগঞ্জ জেলাতে একটি টিম ব্যবস্থাপনায় থাকে, তিনটি টিম ভাগ হয়ে বন্যায় আক্রান্ত উপজেলাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। বন্যায় আক্রান্ত উপজেলাগুলোতে ত্রাণ কার্যক্রম টিমের মধ্যে ছিলেন মুদ্দাসির, নাঈম, মিশু, আশরাফ আলী সোহান, জাওয়াদ, জায়ান, বকুল প্রমুখ। কিশোরগঞ্জ থেকে আমাদের সার্বিক ব্যবস্থাপনা, ত্রাণ কালেকশন, প্যাকেজিং এ আমাদের ভাই এবং বোনরা সহযোগীতা করেছে। সহযোগীতায় ছিল, সাবা, নুসরাত, নৌরিনসহ অন্যান্যরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা বলেন, আমরা আক্রান্ত এলাকা বাছাই করে প্রতিটি বাড়িতে গিয়ে পানি বন্দি মানুষদের কথা শুনেছি, যথাসাধ্য খাবার প্রদান করেছি। সেই সাথে তাদের মেডিসিন প্রয়োজন কিনা জেনেছি। ছোট বাচ্চাদের চকলেট, বিস্কুট দিতে চেস্টা করেছি। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নগদ টাকা, কাপড়, খাবার দিয়েছি। বিশেষ কয়েকটি কেন্দ্রে রান্না করা আটশত জনের খাবার প্রদান করেছি।
তাঁরা বলেন, আমরা মোট আট লাখ টাকার ত্রাণ বিতরণ করেছি। আমরা আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রমের ধারাবাহিকা রাখাতে চেস্টা করবো এবং আপনাদের আমানত, উপহার যথাসাধ্য চেষ্টা করেছি আক্রান্ত মানুষের কাছে পৌছে দিতে। যারা অর্থ, জিনিস শ্রম দিয়ে সহযোগীতা করেছেন তাদের প্রত্যেককে অন্তর থেকে দোয়া এবং ভালোবাসা।
Comments
comments