ঢাকাবৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে টিনের চাল কেটে ২ লাখ টাকার মালামাল চুরি

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ১০, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা শহরের একটি দোকানে টিনের চাল কেটে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা প্রায় ২ লাখ টাকার ইলেকট্রনিক্স সরঞ্জাম নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাতের যেকোনো এক সময়ে শহরের গৌরাঙ্গ বাজার এলাকার সায়ন ক্যাবল এন্ড ইলেকট্রনিক্সে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে দোকানটির মালিক মোঃ হুমায়ুন কবির কিশোরগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, জেলা শহরের গৌরাঙ্গবাজার মোড় এসএস মার্কেট গলির ভিতরে সায়ন ক্যাবল এন্ড ইলেকট্রনিক্স নামে ৪ ও ৫নং দোকানে ব্যবসা করছেন হুমায়ুন কবির। প্রতিদিনের ন্যায় বুধবার রাত ৯টায় দোকানে তালা দিয়ে বাসায় চলে যায়। পরদিন বৃহস্পতিবার সকালে দোকানে এসে দেখেন সাটারের তালা খোলা, দোকানের সিলিং ভাঙ্গা, টিনের চাল খোলা ও দোকানের জিনিসপত্র ছড়ানো ছিটানো এবং দোকানের মালামাল চুরি গিয়েছে। চুরি যাওয়া জিনিসপত্রের সর্বমোট মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা। বিভিন্ন কোম্পানীর ৭০ পিস রাউটার যার মূল্য ১ লাখ ৫ হাজার টাকা। বিভিন্ন কোম্পানীর ৪০ পিস অনু যার মূল্য ৪০ হাজার টাকা। বিভিন্ন কোম্পানীর ১০ পিস পনমডিউল যার মূল্য ২৫ হাজার টাকা। এছাড়া ইলেকট্রনিক্স জাতীয় আরও বিভিন্ন যন্ত্রাংশ যার মূল্য ৫ হাজার টাকা।

ভুক্তভোগী দোকান মালিক হুমায়ুন কবির বলেন, গৌরাঙ্গ বাজার মোড় এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চাল কেটে, শাটারের তালা ভেঙ্গে ও ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে চুরির ঘটনা ঘটছে। এতে ভীষণ আতঙ্কে আছে ব্যাবসায়ীরা। এবার আমার দোকান থেকে প্রায় প্রায় ২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। আমি দ্রুত সময়ের মধ্যে চোরদের আটক ও মালামাল উদ্ধারের দাবি জানাচ্ছি।

কিশোরগঞ্জ মডেল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) শ্যামল মিয়া অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এবং ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Comments

comments