ঢাকামঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ইটনায় ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলের দাবি

প্রতিবেদক
Kolom 24
নভেম্বর ৫, ২০২৪ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের ইটনা উপজেলার ভূয়া মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লাসহ সকল ভুয়া মুক্তিযোদ্ধাদের বহিষ্কার ও সনদ বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে উপজেলার মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা ও মানববন্ধনে ইটনা সদর উপজেলা বিভিন্ন ইউনিয়নের প্রায় এক হাজার মানুষ মানববন্ধনে অংশ নেয়। অভিযুক্ত আব্দুর রহিম মোল্লা ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের বাদলা গ্রামের মৃত আব্দুস সোবহান মোল্লার ছেলে।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মতিন,মুক্তিযুদ্ধকালীন সাবেক কমান্ডার মো. আব্দুস সাত্তার,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আল মামুন,বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ঠাকুর,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মুজিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রুশো,বীর মুক্তিযোদ্ধা নিহারেন্দু দেবনাথ।

এছাড়াও উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা লাল বাসী দাস,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাখন চন্দ্র দে,বীর মুক্তিযোদ্ধা মতি লাল ঘোষ,বীর মুক্তিযোদ্ধা ধনেশ চন্দ্র দেব,বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া,বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম মীর,বীর মুক্তিযোদ্ধা আতিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা এস এম নবী হোসেন তজু,ইটনা সদর ইউনিয়নের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কে এম এরশাদুল আলম, এলংজুরি ইউনিয়নের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী রেজা সহ আরও ২০জন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুর রহিম মোল্লা একজন ভুয়া মুক্তিযোদ্ধা। স্বাধীনতার ৫০ বছর পর ২০২১ সালে সর্বশেষ যাচাই বাছাই কমিটিতে মুক্তিযোদ্ধা সনদের আবেদন করে। তখন উপজেলার সকল জীবিত মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে যাচাই বাছাই কমিটির বিবেচনার জন্য কোন প্রমাণক বা গ্রহনযোগ্য সাক্ষ্য উপস্থাপনে ব্যর্থ হয়। এছাড়াও মুক্তিযুদ্ধের সময় উপযুক্ত বয়স প্রমাণিত না হওয়ায় বাছাই কমিটিতে সর্বসম্মতভাবে তার আবেদন নামঞ্জুর হয়। বেসামরিক গেজেটে রহিম মোল্লা নিজের নাম অন্তর্ভুক্ত না করতে পেরে ভিন্ন পন্থা অবলম্বন করে সরকারি আমলার প্রভাব খাটিয়ে বিসিএস গেজেটে ৪৬নং ক্রমিকে নিজের নাম অন্তর্ভুক্ত করে। সরকারি সকল সুযোগ সুবিধা প্রাপ্ত হয়। প্রকৃতপক্ষে আব্দুর রহিম মোল্লা একজন ভুয়া মুক্তিযোদ্ধা। তার মুক্তিযোদ্ধা সনদ বাতিল সহ ইটনা উপজেলার সকল ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলের দাবি জানান মুক্তিযোদ্ধারা।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রহিম মোল্লার সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, আমি একজন খাঁটি মুক্তিযোদ্ধা। এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আমি কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আমার কোনো প্রতিপক্ষ প্রতিহিংসা পরায়ণ হয়ে তার আওয়ামী বাকশালি সহকর্মীদের নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক একটি ভুয়া মানববন্ধন করেছে। আমি এটার ধিক্কার জানাই এবং প্রতিবাদ করছি।

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) দিলশাদ জাহান বলেন, শান্তিপূর্ণভাবে মানববন্ধন হয়েছে জেনেছি। উনারা যদি কোনো অভিযোগ দেয় তাহলে যথাযথ ব্যবস্থা নিব।

Comments

comments