কিশোরগঞ্জ-ঢাকা সড়কে বাস ভাড়া কমানোর দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক ফৌজিয়া খানের কাছে এ স্মারকলিপি দেন তাঁরা। এ সময় জেলা প্রশাসক ফৌজিয়া খান দ্রুত বাস ভাড়া কমানোর আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক অভি চৌধুরী, বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, যুব অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান, গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ সদর উপজেলার আহবায়ক মোমেন উদ্দিন জনি, ছাত্র অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সাবেক সিনিয়র সহ সভাপতি মারুফ আহমেদ, যুব অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সহ সভাপতি জীবন, যুব অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সাহিন, ছাত্র অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সদস্য ফয়সাল, গণঅধিকার কিশোরগঞ্জ জেলার সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।
যুব অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা বলেন, কিশোরগঞ্জ থেকে ঢাকার দূরত্ব ১২০ কিলোমিটার, সরকারি নিয়ম অনুযায়ী প্রতি কিলোমিটার বাস ভাড়া ২.২০ টাকা, সেই হিসাব অনুযায়ী কিশোরগঞ্জ থেকে ঢাকার বাস ভাড়া হওয়ার কথা ২৬০-২৭০ টাকা। কিন্তু বর্তমানে এই বাস ভাড়া ৩৫০-৪০০ টাকা। সরকারের নিয়ম তোয়াক্কা না করে বিশেষ সিন্ডিকেটের মাধ্যমে এই ভাড়া নির্ধারণ করা হয়েছে। এতে সাধারণ মানুষের পকেট কেটে বিশেষ গোষ্ঠীর পকেট ভারী করা হচ্ছে। আমরা সাধারণ মানুষের দূর্ভোগের কথা চিন্তা করে এই বাস ভাড়া কমানোর দাবি করছি।
Comments
comments