ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

তবুও মিলছেনা টিকেট

প্রতিবেদক
Kolom 24
জুন ৪, ২০২০ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

তিন শত টাকার ভাড়ার টিকিট ৪৮০ টাকা তবুও মিলছেনা টিকিট । মোহনগঞ্জে হতে ঢাকা বাস ভাড়ার মূল্য বৃদ্ধি হলেও অতিরিক্ত যাত্রীর চাপে হিমশিম খাচ্ছেন বাস কাউন্টারের দায়িত্বরত লোকজন। বাস ছাড়ার নিধার্রিত সময়ের তিন দিন আগে টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। মোহনগঞ্জ -ঢাকা, দুটি আ:ন্তনগর ট্রেন হাওর এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস লকডাউনে বন্ধ হওয়ার পর আর চালু না হওয়ায় মোহনগঞ্জ সহ পার্শবর্তী ১০ টি উপজেলার মানুষ ঢাকা যাতায়াত বন্ধ থাকে । ৩১ মার্চ লকডাউন তুলে নিলেও চালু হয়নি মোহনগঞ্জ স্টেশনের কোন ট্রেন।

এর মধ্যে প্রমিজ, জ্যোতি, মোহনগঞ্জ এক্সপ্রেস, জনি এন্টার প্রাইজ, হাওলাপুরি নামে ১০ টি বাস মোহনগঞ্জ – ঢাকা, চট্টগ্রাম রোডের যাত্রী নিয়ে চলাচল শুরু হয়েছে। এতে ট্রেনের সকল যাত্রী বাসের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এতে অতিরিক্ত মূল্য দিয়েও মিলছেনা বাসের টিকিট ।

বৃহস্পতিবার শূভ্র নামে এক বাস যাত্রী জানান, প্রতিটা বাস কাউন্টারে ঘুরেও টিকিটি পায়নি, তিন থেকে চারদিন পরের টিকিট বিক্রি হচ্ছে । অনেক যাত্রী দুরদুরান্ত থেকে এসে টিকিট না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছে ।

Comments

comments