ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বর্ষীয়ান রাজনীতিবিদ শাফায়েত আহমেদ খান আর নেই

প্রতিবেদক
Kolom 24
আগস্ট ২৪, ২০২০ ২:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

বর্ষীয়ান রাজনীতিবিদ, নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, নেত্রকোনা জেলা বারের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শাফায়েত আহমেদ খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে গতকাল রবিবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। শাফায়েত আহমেদ খানের জামাতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শাফায়েত আহমেদ খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

উল্লেখ্য, তিনি মুক্তিযুদ্ধের সময় কোম্পানি কমান্ডার ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামসহ অনেক গেরিলা যোদ্ধাকে প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন।

Comments

comments