ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আকাশে-বাতাসে নারীদের আর্তচিৎকার

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ৪, ২০২০ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘ধর্ষণ নির্যাতন বন্ধ হচ্ছে না। একের পর এক নির্যাতনের ঘটনা ঘটছে। কিন্তু সরকারের কোনও টনক নড়ে না। তারা বিবেক বর্জিতভাবে দেশ শাসন করছে বলেই নারীরা নিরাপদ নয়।’

রবিবার (৪ অক্টোবর) নারী ধর্ষণ, হত্যার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকার নয়াপল্টনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র আয়োজনে প্রতিবাদ সমাবেশে রিজভী এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, ‘এ সরকারের কাছে নারী নির্যাতন ডাল-ভাত। নোয়াখালীর সুবর্ণচর থেকে এমসি কলেজ- কত নারীর আর্তনাদ চিৎকার আকাশে-বাতাসে ধ্বনিত। আকাশে বাতাসে নারীর আর্ত চিৎকার শোনা যায়। নারীর ওপর নির্যাতন করা ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা অধিকার মনে করছে।’

সমাবেশে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পরও কি মা-বোনদের উপর নির্যাতন বন্ধ হবে না। যতদিন মা-বোনদের উপর নিপীড়ন বন্ধ না হবে, ততদিন রাজপথে প্রতিবাদ অব্যাহত থাকবে।’ সমাবেশে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সহ সভাপতি অ্যাডভোকেট ফারজানা শারমিনসহ সংগঠনের কয়েকজন নেতা বক্তব্য দেন।

Comments

comments