ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের অর্থনীতি সচল

প্রতিবেদক
Kolom 24
নভেম্বর ১, ২০২০ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

দেশের অর্থনৈতিক অবস্থা এগিয়ে যাচ্ছে এটা লেখায় সত্যভাবে উচ্চারিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। করোনা মহামারির মধ্যেও প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ (রোববার) দুপুরে ইআরএফ এর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা এগিয়ে যাচ্ছে এটা লেখায় সত্যভাবে উচ্চারিত করতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের যথাযথ প্রতিবেদন পথ চলতে সহযোগিতা করবে। তাই যেকোন সমালোচনা ইতিবাচকভাবেই করতে হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, করোনা মহামারির মধ্যেও দেশের অর্থনীতির চাকা ভালোভাবে চলছে, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে। তৈরি পোশাক শিল্পখাত ঘুরে দাঁড়িয়েছে, এটা সম্ভব হয়েছে সরকারের যথাসময়ে প্রণোদনা দেয়ার জন্যই।

তিনি আরও বলেন, ‘পেঁয়াজ নিয়ে ভীষণ সমস্যা হচ্ছে। দেশে বছরে ৮-৯ লাখ টন পেঁয়াজের ঘাটতি রয়েছে। আলু ও পেঁয়াজের দাম বাংলাদেশের তুলনায় ভারতেই বেশি। সেখানে ১৫ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। তবে আমদানি করা পেঁয়াজ আসতে শুরু করেছে। দ্রুতই দাম স্বাভাবিক হয়ে যাবে বলেও জানান তিনি।

Comments

comments