ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

খাজা মিয়াকে তথ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দিয়েছে সরকার

প্রতিবেদক
Kolom 24
নভেম্বর ২৭, ২০২০ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান খাজা মিয়াকে তথ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দিয়েছে সরকার। অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি দিয়ে তাকে তথ্য সচিব করা হয়।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ২৯ নভেম্বর অবসরোত্তর ছুটিতে যাবেন বর্তমান তথ্য সচিব কামরুন নাহার। তিনি বিসিএস (তথ্য-সাধারণ) ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। ছুটি শুরুর আগে নিজ ক্যাডারে ফিরে যাবেন তিনি।

খাজা মিয়া বিসিএস প্রশাসন ক্যাডার দশম ব্যাচের কর্মকর্তা। এই ব্যাচের প্রথম সচিব হলেন তিনি। সিলেটের ডিসি এবং বালাগঞ্জ ও বিশ্বনাথ থানায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। নড়াইলের কালিয়া উপজেলার ফুলদাহ গ্রামে ১৯৬৫ সালের ৫ জুলাই জন্মগ্রহণ করেন খাজা মিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন তিনি।

Comments

comments