ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আইজিপির নামে সোশ্যাল মিডিয়ায় ‘গুজব’

প্রতিবেদক
Kolom 24
নভেম্বর ২৮, ২০২০ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের নাম ব্যবহার করে গ্রেফতার ও ওয়ারেন্ট সংক্রান্ত একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। যা ‘গুজব’ বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ‘প্রকৃতপক্ষে এটি আইজিপি মহোদয়ের কোনো বার্তা নয়, নিছক গুজব। এ ধরনের গুজ‌বে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ পুলিশ।’

আইজিপির ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজবটি ছড়ানো হচ্ছে, তার শিরোনামে বলা হয়েছে- ‘হঠাৎ গ্রেফতার হলে কি করবেন আইনি পরামর্শ জেনে রাখুন। পুলিশ মহাপরিচালক ড. বেনজীর আহমেদ।’

এই বার্তা শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে ওই পোস্টের। অনেকে ভাবনা-চিন্তা না করেই তা শেয়ার করছেন।

এ বিষয়ে হুঁশিয়ার করে পুলিশ সদর দপ্তর বলেছে, ‘এ ধরনের গুজব ছড়ানো ফৌজদারী অপরাধ। কেউ এ ধরনের অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Comments

comments