ঢাকামঙ্গলবার , ২৬ জানুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

দ্বন্দ্ব ভুলে জয়ের জন্য একাট্টা আ’লীগ

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ২৬, ২০২১ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র শওকত উসমানকে বিজয়ী করতে নেতাকর্মীরা সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি নৌকার জন্য ভোট চেয়ে ঘুরে বেড়াচ্ছেন পাড়া-মহল্লা ও হাটবাজারে।

উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য নৌকার প্রার্থী শওকত উসমানকে পুনরায় নির্বাচিত করার জন্য ভোটারদের দ্বারে দ্বারে বিরামহীন ছুটে চলছেন কর্মী-সমর্থক ও দলীয় নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন একাধিক প্রার্থী। কিন্তু, কেন্দ্র থেকে বর্তমান মেয়র শওকত উসমানকে চূড়ান্ত মনোনয়ন দেয়। মনোনয়ন দেওয়ার পরও কিছুদিন নেতাকর্মীদের মাঝে অন্তর্দ্বন্দ্ব বহাল থাকে।

কিন্তু নির্বাচনের দিন ঘনিয়ে আসতেই দ্বন্দ্ব ভুলে সরব আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয় সাংসদ নূর মোহাম্মদ এমপি’র নির্দেশে দ্বন্দ্ব ভুলে এখন নৌকার পক্ষে কাজ করছেন সবাই। নেতারা নিজ নিজ এলাকায় নৌকার পক্ষে প্রচার ও গণসংযোগ চালাচ্ছেন। প্রার্থনা করছেন ভোটও।

আওয়ামী লীগের প্রার্থী শওকত ইসমান বলেন, ‘কটিয়াদী পৌরসভা গেল নির্বাচনে ভোটাররা নৌকা প্রতীককে ভালোবেসে আমাকে বিজয়ী করেছেন। এবারও তার ব্যতিক্রম হবে না। আগামী ৩০ জানুয়ারি ভোটাররা বিপুল ভোটে নৌকা প্রতিককে বিজয়ী করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।’

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ আফজাল বলেন, ‘স্বাধীনতার প্রতীক হচ্ছে নৌকা, উন্নয়নের প্রতীকের নাম নৌকা। সুতরাং কটিয়াদীবাসী এর বাইরে চিন্তা করতে পারেন না। নৌকার বিকল্প চিন্তা করলেই আমরা উন্নয়ন বঞ্চিত হবো।’

কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম বলেন, কটিয়াদী পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। তিনি বলেন, নির্বাচনে ৯ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভোটকেন্দ্রে সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।’

Comments

comments