ঢাকাবুধবার , ২৭ জানুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নির্ধারিত সময় এলেই টিকা নেবেন অর্থমন্ত্রী

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ২৭, ২০২১ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

দেশে করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন আসার আগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন দেশে ভ্যাকসিন এলে সবার আগে টিকা নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু আজকে বুধবার (২৭ জানুয়ারি) অনলাইনে অর্থমন্ত্রী সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের জন্য আমার নির্ধারিত সময় কখন আসবে এখনও জানি না, যেদিন আসবে নিশ্চয়ই সেদিন ভ্যাকসিন নেব।

অর্থমন্ত্রী বলেন, আমি একা নিলেই তো হবে না। আমি এখনও সবার আগে টিকা নিতে চাই। যেদিন আমি নেব সেদিন আমি সবার আগে থাকব। এটা আশ্বস্ত করতে পারি। এখন ডেটসহ (তারিখ) অন্যান্য বিষয় নিয়ে কাজ চলছে।

মুস্তফা কামাল আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে করোনার টিকা বিতরণ করা হচ্ছে।

গত ২১ জানুয়ারি অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদকদের ব্রিফিংকালে করোনা ভাইরাস প্রতিরোধে ভারত থেকে আনা ভ্যাকসিন সবার আগে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন অর্থমন্ত্রী।

তখন তিনি বলেছিলেন, সরকার যেখান থেকেই ভ্যাকসিন আনুক সবার আগে আমি ভ্যাকসিন নেব। সরকার যেটা আনবে সেটাই নেব। আমার তো ভ্যাকসিন দরকার। আমার বয়স হয়েছে।

Comments

comments