পুলিশের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে চিঠি দিয়েছে বিএনপি।
মঙ্গলবার সকাল ১১টায় পুলিশের মহা-পরিচালকের সাথে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামসহ চার সদস্য প্রতিনিধি দল সাক্ষাতের জন্য সময় চেয়ে চিঠি দেয়া হয়েছে।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন: বিএনপি নেতা বিজন কান্তি সরকার, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও কর্ণেল (অব.) জয়নুল আবেদীন।
শায়রুল জানান, ‘বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের স্বাক্ষরে চিঠি দেয়া হয়েছে। বিএনপির উদ্যোগে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে কর্মসূচির সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার বিষয়ে আলোচনা করতে…।’