ঢাকামঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লেখক, গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ আর নেই

প্রতিবেদক
Kolom 24
ফেব্রুয়ারি ২৩, ২০২১ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

লেখক, গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন.। মঙ্গলবার (২৩শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি রাজধানী’র একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তার ছেলে সৈয়দ নাসিফ মকসুদ এ তথ্য নিশ্চিত করেছেন.। তিনি বলেন, ‘বিকালে বাবা হঠাৎ করে শ্বাসকষ্টে ভুগলে আমরা তক্ষুনি তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসি। একটু আগে তিনি মারা যান’..।

বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ.। রাতে এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘সৈয়দ আবুল মকসুদে’র মৃত্য আমাদের সাহিত্য অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশে’র সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে’.।

রাষ্ট্রপতি মরহুম সৈয়দ আবুল মকসুদে’র রুহে’র মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান..।

Comments

comments