ঢাকারবিবার , ২৮ মার্চ ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

‘কোনো হরতালের ডাক দেয়নি হেফাজত’

প্রতিবেদক
Kolom 24
মার্চ ২৮, ২০২১ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে সারাদেশে হেফাজতে ইসলাম বিক্ষোভ করে। এতে মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে চারজন নিহত হয়। পরে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল এবং রোববার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে হেফাজত।

আগামী কাল সোমবার আর কোনো হরতালের ডাক দেয়নি সংগঠনটি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমসহ একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশ করা হয় যে, ফের হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। তবে তথ্যটি ভুয়া বলে জানিয়েছেন জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মাওলানা মো. ফয়সাল।…

রোববার (২৮ মার্চ) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

খবরটিকে সত্য নয় উল্লেখ করে মাওলানা মো. ফয়সাল বলেন, রোববার হেফাজতের ডাকা হরতাল …শান্তিপূর্ণভাবে পালন করা হচ্ছে। আগামীকাল যেহেতু পবিত্র শবে বরাত, সেহেতু আপাতত হরতালের সময়সীমা বাড়ানো হয়নি। এমনকি বাড়ানোর কোনো পরিকল্পনাও নেই আমাদের।

Comments

comments