ঢাকাবুধবার , ২১ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

তিন মাস পর লেনদেন ১৩০০ কোটি টাকা

প্রতিবেদক
Kolom 24
এপ্রিল ২১, ২০২১ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

“লকডাউনের মধ্যে ইতিবাচক ধারায় রয়েছে দেশের পুঁজিবাজার। সূচক ঊর্ধ্বমুখী থাকার পাশাপাশি প্রতিদিন বাড়ছে সিংহভাগ কোম্পানির শেয়ারদর ও লেনদেন। এরই ধারাবাহিকতায় গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় এক হাজার ৩০০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

*বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, গতকাল সকাল থেকে পুঁজিবাজারে ছিল ক্রেতার ভিড়। অন্যদিকে লাভে থাকায় বিক্রেতারাও শেয়ার ছেড়ে দেন। ~ফলে লেনদেন বাড়তে থাকে। এর জের ধরে ডিএসইতে এক হাজার ২৯৯ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন হয়, যা দুই মাস ২৫ দিন বা ৫৭ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ২৫ জানুয়ারি গতকালের চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ওইদিন লেনদেন হয়েছিল এক হাজার ৫৮৫ কোটি টাকা।…

এদিকে লেনদেনের পাশাপাশি ঊর্ধ্বমুখী ছিল সূচকও। দিনশেষে ডিএসইর প্রধান সূচক বাড়ে ৭২ পয়েন্ট। সূচকের অবস্থান হয় পাঁচ হাজার ৪২২ পয়েন্টে।| একইভাবে বিনিয়োগকারীদের চাহিদা থাকার কারণে দর বাড়ে লেনদেন হওয়া প্রায় ৫৫ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের। গতকাল ডিএসইতে ৩৫৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৩টির বা ৫৪ দশমিক ৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।| শেয়ারদর কমেছে ৯৮টির বা ২৭ দশমিক ৬৮ শতাংশের এবং বাকি ৬৩টির বা ১৭ দশমিক ৮০ শতাংশের দর অপরিবর্তিত ছিল।

এদিকে গতকাল বড় লেনদেনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে ব্লক মার্কেটের লেনদেন।~ মোট লেনদেনের মধ্যে ৪০২ কোটি টাকা ছিল এ মার্কেটের। এই মার্কেটে গতকাল ২৭টি কোম্পানি অংশ নেয়।| কোম্পানিগুলোর দুই কোটি ৩৩ লাখ ৮০ হাজার ৭৪৪টি শেয়ার ১০২ বার হাতবদল হতে দেখা যায়।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১২৭ কোটি ২৮ লাখ ১১ হাজার টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের।| দ্বিতীয় সর্বোচ্চ ১২৫ কোটি ১০ লাখ টাকার ইউনাইটেড পাওয়ারের ও তৃতীয় সর্বোচ্চ ১২৩ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন হয়েছে গ্রামীণফোনের।

এছাড়া ইস্টার্ন ইন্স্যুরেন্সের আট কোটি ৯০ লাখ সাত হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ছয় কোটি ৭২ লাখ টাকার ও আরডি ফুডের দুই কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।| ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর এক কোটি চার লাখ ১০ হাজার টাকার, এসিআইয়ের ৯ লাখ ৪০ হাজার টাকার, এডিএন টেলিকমের সাত লাখ ২৭ হাজার টাকার ও বিকন ফার্মার ১০ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। একইভাবে বেক্সিমকোর ৯ লাখ ১৩ হাজার টাকার ও জেনেক্সের ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।|

‘একইভাবে গতকাল ব্লকমার্কেটে ইফাদ অটোসের ৯ লাখ দুই হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ১৫ লাখ ৩৯ হাজার টাকার, লাফার্জহোলসিমের পাঁচ লাখ ৪৯ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের পাঁচ লাখ ১৫ হাজার টাকার ও রিংশাইনের পাঁচ লাখ ১০ হাজার টাকার শেয়ার কেনাবেচা হতে দেখা গেছে।”…

Comments

comments