ঢাকাবৃহস্পতিবার , ২২ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

‘করোনা রোগীদের জন্য দফায় দফায় বেড বাড়ানো সম্ভব হবে না’

প্রতিবেদক
Kolom 24
এপ্রিল ২২, ২০২১ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

দেশের হাসপাতালগুলোতে করোনা ইউনিটের বেড সংখ্যা বারবার বাড়ানো সম্ভব হবে না…বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ উপলক্ষে আয়োজিত অনলাইন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন…।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা আড়াই হাজার বেড থেকে অল্প সময়ের মধ্যে সাত হাজার বেডে উন্নীত করেছি। যার ফলে ১০ গুণ রোগীও আমরা সামাল দিতে সক্ষম হয়েছি। কিন্তু, বারবার এটা সম্ভব হবে না।”

করোনার দ্বিতীয় ঢেউ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ দেশের মানুষকে নানা সংকটে ফেলেছে। অতিমাত্রায় সংক্রমণ বৃদ্ধির ফলে দেশে জরুরি লকডাউন চলছে..। লকডাউন সংক্রান্ত সরকারের সকল নির্দেশনা সবাইকে যথাযথভাবে অনুসরণ করতে হবে।’

ভবিষ্যতে যেন করোনার তৃতীয় ঢেউ না আসে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিত্সা সুবিধা বাড়িয়ে, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা, অক্সিজেন সরবরাহ ব্যবস্থা বাড়িয়ে এটা নিয়ন্ত্রণ সম্ভব না।’

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানান তিনি।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম…, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এম আবদুল আজিজ প্রমুখ।

Comments

comments