ঢাকামঙ্গলবার , ১১ মে ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

‘টিকা পেতে চীনকে বিশেষ অনুরোধ করেছে বাংলাদেশ’ : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Kolom 24
মে ১১, ২০২১ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

করোনার ৪-৫ কোটি ডোজ টিকা কিনতে চীনকে সরকার চিঠি দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক…। এ বিষয়ে চীনের জবাব পাওয়ার পরই সরকার টিকাদানের পরবর্তী পরিকল্পনা সাজাবে বলেও তিনি জানিয়েছেন।

আজ (মঙ্গলবার) সকালে নেপালকে করোনা চিকিৎসার ওষুধ ও সরঞ্জাম হস্তান্তরের জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা চীনকে বিশেষ অনুরোধ করেছি…। ডিসেম্বর মাসের মধ্যেই ৪-৫ কোটি ডোজ টিকা পেতে চাই।’

আগামীকাল (বুধবার) চীন থেকে যে ৫ লাখ ডোজ টিকা আসবে সেগুলোর বিষয়ে দৃষ্টি আকর্ষণ…করা হলে মন্ত্রী বলেন, ‘আমরা দ্বিতীয় ডোজ পাওয়ার বিষয়টি মাথায় রেখে এগুলো দেয়ার পরিকল্পনা করব।’

এর আগে গতকাল (সোমবার) ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং জানিয়েছিলেন, চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা দেবে। টিকার এই চালান বুধবার (১২ মে) ঢাকায় আসবে।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত অনুষ্ঠানে করোনায় বিপর্যস্ত নেপালকে সহায়তার অংশ হিসেবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস…উৎপাাদিত ৫০০০ ভায়াল রেমডেসিভির ইনজেকশন এবং অ্যাসেনসিয়াল ড্রাগস উৎপাদিত হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট হস্তান্তর করা হয়। নেপালে মাস্ক এবং পিপিই পাঠানো হবে বলেও অনুষ্ঠানে জানানো হয়।

Comments

comments