ঢাকাবুধবার , ২৪ জুন ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে আম বাণিজ্য হবে ৫০০ কোটি টাকা

প্রতিবেদক
Kolom 24
জুন ২৪, ২০২০ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

আমের রাজধানী খ্যাত নওগাঁর সাপাহারে প্রায় ২কিলোমিটার এলাকা জুড়ে জমে উঠেছে আমের বাজার। বরেন্দ্র ভূমিতে উৎপাদিত সুমিষ্ট রসালো ফল গোপাল ভোগ, ল্যাংড়া, ফিরসাপাত, হিমসাগর, নাক ফজলী, বারী ফোর, রূপালী সহ বিভিন্ন জাতের আম বেচ-কেনায় জমে উঠেছে আড়ৎগুলো। উপজেলার বিভিন্ন এলাকায় আম বাগান বেড়ে যাওয়ায় দেশের সর্ব বৃহৎ আমের মোকাম হয়ে উঠেছে সাপাহার। এখানে স্থানীয় সহ দেশের বিভিন্ন এলাকার প্রায় দুইশত আড়ৎদার প্রতিদিন বাগান মালিকদের কাছ খেকে প্রায় ৮কোটি টাকার আম বেচা-কেনা করছেন। প্রশাসনের সহায়তায় এবং পুলিশ কন্ট্রোলরুমের বাজার মনিটরিংএ প্রতিদিন হাজার হাজার মন আম ট্রাকে করে এবং কোরিয়ার সার্ভিস এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। এতে করে এ উপজেলার অনেক কর্মহীন মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। করোনা সমস্যার মধ্যেও আমের ভাল দাম পাওয়ায় বাগান মালিকরাও খুশি।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, এবারে এ উপজেরায় আম উৎপাদনের লক্ষ্য মাত্রা ৯৯ হাজার মেট্রিকটন, যার আনুমানিক মূল্য ৫শ’ কোটি টাকা।

Comments

comments