ঢাকাবুধবার , ৮ জানুয়ারি ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বর্হিবিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল: রাষ্ট্রপতি

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ৮, ২০২০ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘বাংলাদেশ এখন পৃথিবীর বুকে শান্তিপূর্ণ উন্নয়নশীল একটি দেশ। দারিদ্র নিরসনসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে বহির্বিশ্বে দেশটি এখন রোল মডেল। বিশ্ব দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বর্তমানে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৮ শতাংশের উপরে। অর্থনীতিবিদদের ধারণা ২০২৪ সাল নাগাদ এ হার হবে ১০ শতাংশের উপরে।’

বুধবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩য় সমর্বাতন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এখন সময় মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাওয়ার। সময় এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার, পথ চলবার। বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা ও অগ্রযাত্রায় নারী পুরুষ নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুয়ের অবদান খুবই প্রশংসনীয়। এ দেশের দৃঢ় প্রতিজ্ঞ, পরিশ্রমী, উদ্যমী, লড়াকু ও সংবেদনশীল জনগণের ঐকান্তিক প্রচেষ্টায়  বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির কাঙ্খিত লক্ষ্য অর্জনের সফল হবে।’

ফরমালিনের কারণে দেশে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘চীনের কমলা দেশে আনতে আড়াই মাস লাগে। এসবে ফরমালিন দেয়া থাকে। শুধু ফলমূল না, শাকসবজি সবকিছুতেই ফরমালিন। এসব খাওয়ার ফলে দেশে ক্যান্সার রোগী বাড়ছে।  এদের প্রায় সবাই মারা যায়। ২০/৩০ বছর আগেও এতো ক্যান্সার রোগীর কথা শুনতাম না।একটা মানুষ মার্ডারের ফলে ৩০২ ধারায় যাবজ্জীবন অথবা মৃত্যুদন্ড হয়। যারা ফরমালিন-কেমিক্যাল দিচ্ছে ব্যবসা করার জন্য, তারা গণহত্যা করছে। এদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার এবং সরকারেরও ব্যবস্থা নেয়া দরদার।’

গ্র্যাজুয়েটদের উদ্দেশে তিনি বলেন, ‘যেকোনো দেশের উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে তরুণ সমাজ-ই মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে থাকে। আমাদের দেশ ও তার ব্যতিক্রম নয়। সুতরাং আজ তোমরা যারা গ্র্যাজুয়েট হলে আমার সাননে এই যে তরুণ প্রজন্ম তোমরা এক একটি আলোর প্রদীপ।’

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এ সমবার্তনে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও সমাপনী বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।

সমাবর্তনে স্নাতকে ৪ হাজার ৬১৭ জন, স্নাতকোত্তরে ১ হাজার ১২৭ জন, পিএইচডি ২ জন, এমবিবিএস ৮৭৮ জন, এমএস ও এমডি ডিগ্রিধারী ৬ জন এবং নার্সিংয়ের ১২০ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে  ডিগ্রী প্রদান করেন রাষ্ট্রপতি। এছাড়াও স্নাতকে সর্বোচ্চ ফলাফলধারী ১২ শিক্ষার্থী ও স্নাতকোত্তরে ৮ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি স্বর্ণপদক প্রদান করেন তিনি।

Comments

comments