ঢাকাবৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

অর্থবহ ছাত্র রাজনীতির মাধ্যমে মানবিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান

প্রতিবেদক
Kolom 24
সেপ্টেম্বর ১৭, ২০২০ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সংগ্রাম ও ঐতিহ্যের মহান শিক্ষা দিবসে ‘অর্থবহ ছাত্র রাজনীতির মাধ্যমে মানবিক সমাজ প্রতিষ্ঠা’র জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি’র সদ্য সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম শিশু একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে শিক্ষা খাতে সাম্যতা নিশ্চিতে প্রধানমন্ত্রীর পদক্ষেপের পাশে থাকার জন্যও সবার প্রতি আহবান জানান তিনি।

‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে শিক্ষা দিবসে পবিত্র কোরআনসহ শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

সংগঠনটির চট্টগ্রাম মহানগরীর সভাপতি ও সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর যথাক্রমে গিয়াস উদ্দিন, নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন।

বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইয়াসির আরাফাত, চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি এডভোকেট নজরুল ইসলাম, চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ভিপি আবু তাহের, বাকলিয়ার তরুণ আওয়ামী লীগ নেতা মোক্তার হোসেন লিটন।

সাবেক ছাত্রনেতা শাহেদ মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী নেতা বেলাল আহমদ, যুবনেতা ওয়াহিদুল আলম শিমুল প্রমুখ।

অনুষ্ঠানে এতিম মেধাবী হাফেজসহ মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআনসহ শিক্ষা উপকরণ তুলে দেন প্রধান অতিথি জননেতা আ জ ম নাছির উদ্দিন।

Comments

comments