ঢাকাবৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

গরিবরাই দেশের মালিক: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ১৫, ২০২০ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে যারা নবীন কর্মচারী প্রশিক্ষণ নিচ্ছেন, তাদের কিন্তু এই কথাটা মনে রাখতে হবে যে, এই দেশের গরিব মানুষগুলো বা এখনও যারা সেই তৃণমূলে পড়ে আছে, তারাই এই দেশের মালিক। লক্ষ্য রাখতে হবে তাদের সেবা করাটা হবে সব থেকে বড় দায়িত্ব।

বৃহস্পতিবার ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে সরকারের নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

স্বাধীনতার পর জাতির পিতা প্রশাসনিক সংস্কারের মাধ্যমে স্বাধীন দেশ ও সমাজের উপযোগী সিভিল সার্ভিস গঠনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন এবং সেভাবে পদক্ষেপ নিয়েছিলেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি বলেছিলেন- আপনি চাকরি করেন। আপনার মাইনে দেয় ওই গরিব কৃষক। আপনার মাইনে দেয় ওই গরিব শ্রমিক। আপনার সংসার চলে ওই টাকায়। আমি গাড়ি চড়ি ওই টাকায়। ওদের সম্মান করে কথা বলেন। ওদের ইজ্জত করে কথা বলেন। ওরাই মালিক।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা সার্টিফিকেট পেলেন তাদের আমার আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদের জীবন সুন্দর হোক, সফল হোক। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আপনাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করুন। আমরা চাই যে আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়েই আমাদের কর্মচারীরা দেশের সেবা করবে, জনগণের সেবা করবে। সেটাই আমার লক্ষ্য।’

আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থায় সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি পেয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘শুধু বেতন বাড়ানো না, অন্যান্য সুযোগ সুবিধাও দিয়েছি। কারণ যারা কাজ করবেন তাদের যদি সংসারে টানাটানিই থাকে তাহলে আবার দেশের জন্য কাজ করবেন কিভাবে, মানুষের জন্য কাজ করবেন কিভাবে। সেই কথাটা বিবেচনায় রেখেই সকলের বেতন-বোনাস যেমন বাড়িয়েছি, পাশাপাশি সকলকে আমরা ব্যাংকের স্বল্পসুদে ঋণ দিচ্ছি যাতে ফ্ল্যাট বা বাড়ি তৈরি করতে পারে অথবা গাড়ি ক্রয় করতে পারে। বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থাও করে দিয়েছি এবং চিকিৎসার জন্য আলাদা হাসপাতাল তৈরি করে দিয়েছি।’

অনুষ্ঠানে গণভবন প্রান্তে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

comments