ঢাকাশুক্রবার , ৩১ জুলাই ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

প্রতিবেদক
Kolom 24
জুলাই ৩১, ২০২০ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় শাপলা খাতুন (২৮) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে তার স্বামী তাজনুর রহমান ও সাত বছরের শিশু কন্যা। শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯ টারদিকে নাটোর-বগুড়া মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রণবাঘা নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে। তারা বগুড়া জেলার কাহালু উপজেলার মালীবাড়ি গ্রামের বাসিন্দা।

জানা গেছে, নিহত শাপলা খাতুন পাবনা জেলার ঈশ্বরদী টিএমএসএস এনজিওতে চাকরি করতেন। সে ঈদের ছুটিতে স্বামী ও শিশুকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রণবাঘা মিজান অটো রাইস মিলের সামনে একটি পাথরবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে শাপলা খাতুন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার স্বামী ও সন্তান মোটরসাইকেলসহ রাস্তার পাশে ছিটকে পড়ে গিয়ে আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে দেয়।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি ও চালকে সিংড়া উপজেলার জামতলী এলাকা হতে আটক করা হয়েছে।

Comments

comments