ঢাকাশুক্রবার , ৭ আগস্ট ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কারাগার থেকে যাবজ্জীবন কারাদণ্ডের আসামি উধাও

প্রতিবেদক
Kolom 24
আগস্ট ৭, ২০২০ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!



গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত কয়েদি আবু বকর সিদ্দিকের খোঁজ মিলছে না। বৃহস্পতিবার (০৬ আগস্ট) সন্ধ্যায় লকআপের পর থেকে শুক্রবার (০৭ আগস্ট) পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তাকে। কারাগারের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। আবু বকর সিদ্দিকের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চন্ডীপুরে।



কারাগারের এক কর্মকর্তা জানান, আবু বকর সিদ্দিক ২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির আসামি হিসেবে কাশিমপুর কারাগারে আসেন। ২০১২ সালের ২৭ জুলাই তার সাজা সংশোধন করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।



কারা কর্তৃপক্ষের ধারণা কারাগারটি বড় হওয়ায় কারাগারের কোথাও আবু বকর সিদ্দিক লুকিয়ে থাকতে পারেন। এর আগে ২০১৫ সালের ১৩ মে সন্ধ্যায়ও তিনি আত্মগোপন করেছিলেন। তখন তিনি সেল এলাকায় সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে ছিলেন। পরদিন তাকে সেই ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করা হয়েছিল। এবারও তেমনটি ঘটে থাকতে পারে।



Comments

comments