ঢাকাবুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বের ইতিহাসে এই প্রথম জাতীয় সাধু সংসদের উদ্যোগে ৩০০ কি:মি: বাংলার পদ যাত্রা

প্রতিবেদক
Kolom 24
সেপ্টেম্বর ১৬, ২০২০ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সাধু সংসদের বাংলার পথ যাত্রা শুরু হয় ঢাকার কেরানীগঞ্জ সাতপাখী এনএসপি সদর দপ্তর বাগান বাড়ী থেকে এই বাংলার পদ যাত্রা এসে রাজবাড়ীর গোয়ালন্দ দৌলতদিয়া রেলষ্টেশনের পাশে খাজা বাবার আস্তানায় এসে রাত্রিযাপন করে সকালে কুষ্টিয়া লালন শাহ মাজারের উদ্দেশ্যে রওয়ানা হবেন ।

জানা যায়, বর্তমান বিশ্বে অবস্থানরত শেষ্ঠ মানব মানবীদের দৃষ্টি আকর্ষন করছি, সাথে আমার আত্মার সন্তানেরা তরিকতপন্থী গুরুবাদী বিশ্বাসীগন, সর্ব প্রথম মহান স্রষ্টার কৃতজ্ঞতা স্বীকার করি যে আজ ১৪৪১ হিজরীতে পৃথিবীর তার কারুকাযের্যর ব্যপক আয়োজনে পুরো জগতবাসী কে তার কৃত্রিম সৃস্টির আ্ওতাভুক্ত করে ফেলেছে। এর কারনে স্রষ্টার সাথে সৃষ্টির সংযোগ বিচ্ছিন্ন প্রায়, এমন এক মুহুতে পূর্ণাঙ্গ ত্যাগী সংযমী সাধক সন্যাসী পাগল মাস্তান বাউল দরবেশ সাধু গুরুদেব সন্মিলিত চেষ্টায় বিশ্বের ইতিহাসে এই প্রথম বাংলার মাটিতে বাংলাদেশ জাতীয় সাধু সংসদ এর আয়োজনে বঙ্গবন্ধু আন্তজার্তিক ভ্রমন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আজমেরী শাহী কাফেলা বোর্ডের পরিচালনায় বাংলার পদযাত্রা ঢাকা হতে বঙ্গবন্ধু সমাধী সৌধ পর্যন্ত। দেশের রাষ্ট্র নায়ক জাতির পিতা কে ৩০০ কি: মি: পায়ে হেটে অরাজনৈতিক সংগঠন, শোক শ্রদ্ধাঞ্জলী পুস্প অর্পন করে দায় মুক্ত হলো এন এস পি সাধু কাফেলা সংগঠন।

Comments

comments