ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

প্রতিবেদক
Kolom 24
সেপ্টেম্বর ২০, ২০২০ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

সারাদেশের ন্যায় নীলফামারী জেলায় তৃতীয় ধাপে জাতীয়করণ থেকে বঞ্চিত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে আজ রবিবার নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানবন্ধন কর্মসূচি পালন করেছে জেলা, উপজেলায় পর্যায়ের  সকল বেসরকারি শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নীলফামারী জেলা শাখার উদ্যোগে সকাল ১১টায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে জেলা পর্যায় সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা শিক্ষক সমিতির সভাপতি ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে একটি যুদ্ধবিধ্বস্ত জাতিকে সু-শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে এক ঘোষণায় প্রায় ৩৭ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছিলেন। যা ইতিহাসে বিরল। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। কিন্তু তৃতীয় ধাপে জেলা ও উপজেলা পর্যায়ে যাচাই বাচাই কমিটি কর্তৃক সুপারিশকৃত অপেক্ষমান প্রায় ৪ হাজার ১ ৫৯ টি বিদ্যালয় জাতীয়করণ থেকে বঞ্চিত হয়। সম্প্রতি নতুন করে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। সচিবের এ বক্তব্যে আমরা শোকাহত ও মর্মাহত। এ অনৈতিক বিজ্ঞপ্তি বাতিলসহ শিক্ষকদের  আস্থার জায়গা ফিরিয়ে এনে ওই বিদ্যালয় গুলো জাতীয়করণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।   বক্তারা অবিলম্বে এ সকল প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণের জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানিয়ে, পরে জেলা প্রশাসকের মাধ্যমে তারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।

Comments

comments