ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারী নিহত, আটক ৩

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ১২, ২০২০ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহে আঞ্চলিক আধিপত্য বিস্তার করতে গিয়ে প্রতিপক্ষের বল্লমের (দেশি অস্ত্র) আঘাতে নিহত হয়েছেন এক নারী। এছাড়াও আহত হয়েছে আরও ৫ জন। ঘটনাস্থলে ভাঙচুর হয়েছে ৫টি বাড়িঘরে। সোমবার সকালে এ ঘটনা ঘটে শৈলকুপা উপজেলার ভাটবাড়িয়া গ্রামে ।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ ও নিহতের স্বজনরা জানায়, অনেকদিন ধরে ইউনিয়টির বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন ও গত নির্বাচনে হেরে যাওয়া চেয়ারম্যান জুলফিকার কাইসার টিপুর সমর্থকদের মাঝে আঞ্চলিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

তারা আরও জানায়, এরই জের ধরে আজ সকালে ভাটবাড়িয়া গ্রামের টিপুর সমর্থক জালাল উদ্দিনের বাড়িতে ঢাল, শড়কি, রামদা ও লাঠিসোটা নিয়ে হামলা চালায় মামুনের সমর্থক আফজাল বিশ্বাসের অর্ধশত লোকজন। এ সময় জালাল উদ্দিনের স্ত্রী সুফিয়া বেগম ছেলেদের বাঁচাতে বাধা দিলে হামলাকারীদের বল্লমের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

Comments

comments