ঢাকাশুক্রবার , ২৩ অক্টোবর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে দুর্গা উৎসবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হুমায়ুনের শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ২৩, ২০২০ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন শারদীয় দুর্গা পূজা উৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। এটাই বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় অর্জন। সেটা আমরা করতে পেরেছি।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের বত্রিশ এলাকায় শ্রী শ্রী ব্রক্ষ্মচারী আশ্রমে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

সভায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ। বঙ্গবন্ধু সেই চেতনা আমাদের শিখিয়ে গেছেন। ১৯৭৫ সালের পর সেটি নষ্ট হয়েছিল। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়েছেন। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সবাইকে নিয়ে বাংলাদেশ গড়ছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হুমায়ুন বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, গণতন্ত্র সমুন্নত রাখা মানুষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অধিকার নিশ্চিত করা এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। ”

হুমায়ুন বলেন “এবার দেবী দূর্গা এসেছেন গজে চড়ে, যাবেন নৌকায়। নৌকায় চড়ে গেলে দেশ ফসলে ফসলে ভরে ওঠে, মানুষের কল্যাণ হয়।”

সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি বিজয় শংকর রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এম এ আফজল, পৌরসভার মেয়র পারভেজ মিয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা সুমন, সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান, সাবেক পৌর কাউন্সিলর অরুন সাহা, কিশোরগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাখন দেবনাথ, গোপীনাথ জিউর আখড়ার সভাপতি মানিক রঞ্জন দে এবং বিষ্ণু পদ সাহা। সভাটিতে সঞ্চালনায় ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ দত্ত প্রদীপ।

Comments

comments