ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ ২ জনের মৃত্যু

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ২৪, ২০২০ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পুকুড়ের পানিতে ডুবে মোহনা আক্তার মাধু (৭) এবং বিদ্যুতপৃষ্ট হয়ে নুরে আলম (২৬) নামে ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ নিহত মোহনা আক্তার মাধু পৌরসভার শরীফ নগর (নতুন বাড়ী)র জুবায়ের হেসেন জুবু মিয়ার মেয়ে এবং নুরে আলম বদলপুর ইউনিয়নের পিরোজপুর (গুচ্চ) গ্রামের উসমান গণির ছেলে৷

নিহতদের পারিবারিক সুত্রে জানাযায় জুবু মিয়ার মেয়ে শরীফ নগর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী মোহনা আক্তার মাধু ২৪ অক্টোবর শনিবার দুপুর আনুমানিক ১২টার দিকে বাড়ির প্বার্শবর্তী পুকুড়ে গোসল করতে যায় এসময় মাধু পা পিছলে পুকুড়ের গভীরে চলে যায়৷ অনেকক্ষণ পর মাধুর পরিবারের লোকজন খোঁজাখুজির পর পুকুড়ের ঘাঠে মাধুর গোসলের মগ,সাবান দেখতে পেয়ে পুকুড়ে নেমে মাধুকে ডুবন্ত অবস্হায় পায়, পরে মাধুকে নিয়ে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাধুকে মৃত ঘোষণা করেন৷

অপর দিকে বদলপুর ইউনিয়নের পিরোজপুর (গুচ্চ) গ্রামের বাসিন্দা উসমাণ গণি ছেলে নুরে আলম শনিবার সকাল আনুমানিক ৮টায় তার বাড়ি সংলগ্ন তার নিজস্ব পোল্ট্রি মুরগির খামাড়ে কাজ করার এক পর্যায়ে বিদ্যুৎপৃষ্ট হয়৷ পরিবারের লোকজন তাৎক্ষণিক নুরে আলমকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নুরে আলমকে মৃত ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেশারফ হোসেন তরফদার ঘঠনার সত্যতা নিশ্চিত করেন।

Comments

comments